Mission & Vision
Mission & Vision Protiva Multi Education Foundation (PMEF)
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
বর্তমান বিশ্বের বিশেষ করে উন্নয়নশীল দেশ গুলিতে কারিগরি শিক্ষার গুরুত্ব
বিবেচনা করে বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বাস্তবায়নের জন্য অত্র
প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।
১|দরিদ্র মানুষের মধ্যে যে কোন জনহিতকর বা দাতব্য চিকিৎসা এবং গরিব ও অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা।
২|বিভিন্ন স্তরের শিক্ষিত বেকার ও উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ বঞ্চিত যুবক/যুবতীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করা।
৩|বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে সময়োপযোগী উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির প্রসার ঘটানোর লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কমর্কান্ড বাস্তবায়ন করা।
৪|বেকার ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাংকঋণ ও সরকারী সহাযোগীতায় দেশীয় উৎপাদন মূখী প্রজেক্ট/ শিল্প স্থাপন করার সুযোগ সৃষ্টি এবং দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা।
৫|বেকার ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিয়ে শহর কিংবা গ্রাম গঞ্জে ব্যপকভাবে ক্ষুদ্র শিল্প ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা।
৬|বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা ও চাকরির সুযোগ বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন দূর করা।
৭|জনগণকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন-স্কুল,কলেজ,মাদ্রাসা,মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাহিত্য,কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ করা।
৮|গণশিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ ও মানসিক উন্নয়নে সহায়তা প্রদান করা।শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা।গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের ফলাফল ভাল করার লক্ষ্যে বিশেষ শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পড়াশুনায় মনযোগ নিশ্চিত করা।বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ও বৃত্তি প্রদাণের ব্যবস্থা করা।
৯|মরণ ব্যধি এইডস এবং বিভিন্ন ঘাতক ব্যধি সর্ম্পকে জনগণকে সচেতন করা।বিভিন্ন মেথড অনুসরন করে ধুমপান ও অন্যান্য মাদক দ্রব্য বজন করার জন্য জনগণকে উদ্বুদ্ব করা।বাল্যবিবাহ ,বহুবিবাহ,যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে এবং বিবাহ নিবন্ধণ (কাবিন)কার্যক্রম সর্ম্পকে গণসচেতনতা বৃদ্ধি করা।
১০|ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজের অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানবগোষ্ঠি এবং অসহায় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে বিনামূল্যে/স্বল্পমূল্যে আইটি শিক্ষা/টেকনোলজি এর মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বি করে গড়ে তোলা।আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)বা কৃত্রিম বুদ্ধিমত্তা,এনার্জি বা বিদুৎ,বায়োটেকনোলজি ,বায়োমেডিক্যাল গবেষণাগার,এক্সেস টু ইনফরমেশণ (এটুআই) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার উদ্ভাবন অন্তভুক্ত করা।
১১|জনগণের আর্থিক উন্নয়নে নারী-পুরুষ সকলের জন্য বিভিন্ন ট্রেড কোর্স যেমন-ইলেকট্রিক্যাল,ইলেকট্রিক্যাল হাউজওয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার প্রশিক্ষণ, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং,ফ্যাশন ডিজাইন, সেলাই, সার্ভে ভূমি জরিপ বা আমিনশীপ, শর্টহ্যান্ড, মার্চেনডাইজিং, মোবাইল ফোন সার্ভেসিং,মেকানিক্স,ড্রাইভিং প্রশিক্ষণ,সেনিটেশ,মেসন,রোড বাইন্ডার,টাইলস ফিস্কচার,হাউম কিপিং,ফাইপ ফিটিং,ওয়েল্ডিং ,প্লাম্বিং,কাঠের কাজ এবং গাড়ি চালনাসহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
১২|গ্রাম বাংলার হত দরিদ্র অশিক্ষিত জাতীর চিকিৎসা সহায়তার জন্য অত্র প্রতিষ্ঠান এর মাধ্যমে গ্রাম্য চিকিৎসক বা পল্লী চিকিৎসক সহ বিভিন্ন দাতব্য চিকিৎসা বা প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন হাসপাতাল/ক্লিনিক প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণকে সেবাদানের ব্যবস্থা করা। এছাড়াও স্বাস্থ্যখাতকে আরও গতিশীলতা করার লক্ষ্যে বিভিন্ন শট/সার্টিফিকেট/ডিপ্লোমা কোস যেমন-নাসিং,প্যারা মেডিকেল, ডেন্টাল, ফিজিওথেরাপি, রেডিওলজি, গাইনোকলোজি, ফার্মেসী,অপটিক্যাল,ল্যবরেটরি মেডিসিন (প্যাথলজি), সহকারী ডাক্তার(ম্যাটস), এলোপ্যাথিকে, হোমিওপ্যাথিক, আইয়ূরবেদী, ইউনানী এবং ভেটেরেনারী, HIV, AID'S CANCER সহ জটিল রোগের গবেষণাগারসহ স্বাস্থ্য সর্ম্পকিত যে কোন প্রতিষ্ঠান স্থাপন করে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
১৩|দেশের জনগোষ্ঠীকে তাদের জ্ঞান গর্ভ ও স্বস্ব ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক পুস্তক পাঠে আগ্রহ সৃষ্টি করা।দেশী,বিদেশী জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক পত্র পত্রিকা ম্যাগাজিন জার্নাল ও পুস্তকের সমাহারে লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র পরিচালনা করা এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা।মাদ্রাসা/মসজিদ/মন্দির প্রতিষ্ঠা করে গরীবদেরকে বিনামূল্যে বই বিতরণ করা।চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে চিত্রাংকন প্রতিযোগিতা ব্যবস্থা করা।
১৪|সংস্থার কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষে দেশী ও বিদেশী স্বেচ্ছাসেবী সংস্খার সাথে যৌথভাবে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করা।সরকারী ও বেসরকারী সকল ফাউন্ডেশনের সাথে উন্নয়নমূলক কার্য্যক্রমে সম্পর্ক স্থাপন এবং জাতীয় ও আন্তর্জাতিক পযায়ে অণ্যান্য ফাউন্ডেশনের সাথে যোগাযোগ স্থাপন। গবেষণা, সভা,প্ রশিক্ষণ ও কর্মশালা এবং উন্নয়ন বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা।
১৫|মেমোরেন্ডাম অব আন্ডারষ্ট্যাডিং(MOU)সম্পাদনের মাধ্যমে দেশের অথবা বিদেশের যে কোন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং যে কোন প্রশিক্ষণ ইনিষ্টিটিউশন,ল্যাবরেটরিজ এর সাথে যৌথভাবে এফিলিয়েশনের ভিত্তিতে নিজস্ব নিয়ম কানুন বজায় রেখে চাকুরী বান্ধব আত্নকর্মসংস্থানের লক্ষ্যে সাধারণ এবং কারিগরী শিক্ষা/প্রশিক্ষণ এবং গবেষনা কার্যক্রম পরিচালনা করা।
১৬|ফাউন্ডেশনের স্বার্থে সব ধরনের শর্তের ভিত্তিতে আর্থিক সাহায্য, সহযোগীতা, চাঁদা, মঞ্জুরী, দান, অনুদান, উপহার গ্রহণ(বৈদেশিক দান,মঞ্জুরী,সাহা্য্য ও সহযোগীতার ক্ষেত্রে ১৯৭৮ এর স্বেচ্ছাসেবী (তৎপরতা)রেগুলেশন অর্ডিন্যান্স নং- ১৯৭৮ প্রযোজ্য)এবং উক্ত দান,মঞ্জুরী,সাহায্য,সহযোগিতা,উপহার গ্রহণের মাধ্যমে বিভিন্ন তহবিল সংগ্রহ অর্জন ও সম্পত্তির রক্ষাণাবেক্ষণ করা।
১৭|রাষ্টের কল্যানে এবং দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে্ আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা।যাতে করে দেশের জনগণ বহিঃবিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য স্থাপন তথা বিশ্বের যে কোন দেশের চাকুরীর সুযোগ সৃষ্টি করা যায়।
১৮|যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগের মা্ধ্যমে বেকার জনগোষ্ঠী এবং যুবশক্তিকে দক্ষ ও স্বাবলম্বী করা এবং প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তোলাই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।