Latest

একটি বিশেষ ঘোষনাঃ আপনি যদি ০১ বছর মেয়াদী এ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস (চারু ও কারুকলা) এবং কম্পিউটার টেকনোলজি কোর্স দুটির জন্য ২০২০-২০২১ সেশনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে। আজই যোগাযোগ করুনঃ প্রতিভা টেকনিক্যাল ইনস্টিটিউট ,৩১৪/২, পশ্চিম ব্রাহ্মন্দী,মালাকারের মোড়, ব্রাহ্মন্দী গার্লসস্কুল সংলগ্ন হাটুভাঙ্গা টাওয়ার, নরসিংদী। ০১৭১১১৪২৩৬৬, ০১৯২৫৫০৯৫৯৯ ১বছর মেয়াদী মেডিকেল ( প্যারামেডিকেল, ডেন্টাল , নার্সিং, লেবমিডিসিন এবং পশুচিকিৎসক /এনিমেল হেলথ এন্ড প্রডাকশন) কোর্সে জুলাই - জুন 2020/2021 সেশনে ভর্তিকৃত এবং পল্লী ডাক্তার (৬মাস মেয়াদী) কোর্স জুলাই - ডিসেম্বর ২০২০ সেশন এর ওরিয়েন্টেশন ক্লাস ৭ আগস্ট ২০২০ শুক্রবার সকাল ১০টায়। Admission going on..... Paramedical,Dental, Patient care (Nursing)& Pathology 1 year Medical Course, Computer Course, Aminship Course, Polli Doctor Course, ICT & Fine Arts 1 Years Courses

ProtivaMEF.com
ProtivaMEF.com

Protiva Multi Education Foundation (PMEF)

Approved by BTEB & Government of the People's Republic of Bangladesh
(Govt. Reg. No-S-12757, BTEB Code: 52067, 52103)

Protiva Technical Institute

Electronic Registration Information Form (e-RIF) - 2021
BTEB Code: 52103
How To Apply

How to Apply

যেভাবে আবেদন করবেন

                    কিভাবে একজন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করবেন ?

একজন শিক্ষার্থী অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে সর্বপ্রথমে মোবাইল অথবা কম্পিউটারে  http://www.protivamef.com ওয়েবসাইটে প্রবেশ করবেন, তারপর Apply Now এ ক্লিক করবেন তারপর একটি Application form  আসবে এখানে আপনার নাম, জন্ম তারিখ,পুরুষ/মহিলা, মোবাইল নম্বর, ই-মেইল(যদি থাকে), ঠিকানা, ধর্ম, পিতার নাম, মাতার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা, যে বোর্ড থেকে পাশ করেছেন, যে সালে পাশ করেছেন, রোল নম্বর, রেজাল্ট ইত্যাদি সঠিকভাবে প্রবেশ করাবেন, তারপর আপনি কোন ডিভিশন থেকে আবেদন করছেন সে ডিভিশন সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করবেন তারপর আপনি কোন সেন্টার থেকে আবেদন করবেন সে সেন্টারের নাম সিলেক্ট করবেন তারপর আপনি যে বিষয়ে কোর্স করতে চান সে কোর্স্ টি মাসসহ সিলেক্ট করবেন,তারপর আপনার ছবি Uplode করতে Browse File এ ক্লিক করুন তারপর নিচে একটি ছোট ঘর আছে সেখানে ক্লিক করলে একটি (টিক) চিহ্ন আসবে তারপর Apply এ ক্লিক করলেই আপনার ফ্রম ফিলাপ হয়ে যাবে।তারপর ফ্রমটি প্রিন্ট করে হার্ড্ কপি অথবা ফ্রমের উপরে একটি স্টুডেন্ট আইডি নাম্বার থাকবে সে নাম্বারটি (০১৯২৫৫০৯৫৯৯)মোবাইলের মাধ্যমে জানিয়ে দিবেন তারপর (০১৭১১১৪২৩৬৬) এ বিকাশ নাম্বারে কোর্স ফি পরিশোধ অথবা হার্ড্ কপিটি নিয়ে সরাসরি অফিসে এসে নির্ধারিত কোর্স ফি জমা দিলেই আপনার ভর্তি নিশ্চিারিত হয়ে যাবে।

         নিচে একজন শিক্ষার্থী যেভাবে ফ্রম ফিলাপ করবেন তা দেয়া হলো (Demo)

Name : Md. Nazim Uddin Bhuiyan

                               Photo  Browse এ ক্লিক করুন

Date of Birth:

01/05/1970

Gender:

male

Mobile Number

01711142366

eMail

protivanasir@gmail.com

Address

314/2,West Brahmondi,

Narsingdi Sader, Narsingdi

Religion

Islam

 

Father's Name

Nurul Islam Bhuiyan

Mother's Name

Nurjahan Begum

Name of Examination:

HSC

Board

Dhaka

Year

1990

Roll

446580

Result

4.8

Select Division

Apply in main centre

Or

Dhaka

Select District

Apply in main centre

Or

Narsingdi

Select Centre

Protiva karigori proshikkan kendro

Select Course in Centre

Certificate in computer office application (3month,code-1)









 সকল তথ্য যাচাই করে খালি ঘরে (টিক) চিহ্ন দিন

          সর্ব্ শেষে Apply এ ক্লিক করুন

                ভর্তি সংক্রান্ত তথ্য

প্রতিভা মাল্টি এডুকেশন ফাউন্ডেশন” আঞ্চলিক কেন্দ্রের প্রত্যেক বিভাগের নির্ধারিত আসনে নিদিষ্ট সংখ্যক প্রাথীকে অনলাইনে বা সরাসরি অফিসে এসে ভর্তির আবেদন ফ্রম পূরণ করতে হবে।। বিভাগ ওয়ারী নির্ধারিত আসনে নিদিষ্ট সংখ্যক থেকে বেশী প্রাথী ভর্তির জন্য আবেদন করলে তাদের জন্য ভর্তি পরীক্ষা নেয়া হবে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীর ফলাফল ঘোষনার পরবতী কার্য দিবসের মধ্যে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষ্যে ভর্তি হতে হবে। উক্ত সময়ে যদি কোন কারণে উত্তীর্ণ প্রাথী ভর্তি না হয় সে ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে (পরীক্ষা ফি প্রদান পূর্বক)ভর্তি করা হবে। এছাড়াও যারা বিশেষ কোন কারণে ভর্তি পরীক্ষা বা ফরম জমা দিতে পারে নাই তারা লিখিত আবেদনের মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে। ব্যাপারে পরিচালক/উপ-পরিচালক/আঞ্চলিক পরিচালকের সাথে যোগাযোগ করতে হবে।

ভর্তি পরীক্ষার পর পরই পরীক্ষার উত্তর পত্র দেখা হবে এবং দিনই বিকাল টায় মেধাক্রম অনুযায়ী প্রত্যেক বিভাগের আলাদা আলাদা ভাবে ফলাফল নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে দেয়া হবে

ভর্তির সময় জমা সংযুক্ত কাগজপত্র

প্রতিভা মাল্টি এডুকেশন ফাউন্ডেশন” কর্তৃক সরবরাহকৃত ছাপানো আবেদনপত্র যথাযথ পূরণ সাপেক্ষে নিন্মবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে

  • . দুই কপি পাসপোর্ট ও দুই কপি ষ্ট্যাম সাইজের ছবি
  • . শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/নম্বর পত্রের সত্যায়িত কপি।(১বছর মেয়াদী কোর্সের ক্ষেত্রে মূল নম্বর পত্র জমা দিতে হবে যা ফেরত যোগ্য)
  • . একশত টাকা নগদ প্রদানের রশিদ। প্রার্থী পূরণকৃত আবেদনপত্র জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। অসম্পূর্ণ /ত্রুটিপূর্ণ্ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে

সিলেবাস

প্রত্যেক প্রশিক্ষণার্থীদের স্ব-স্ব-বিষয় ভিত্তিক পাঠ্যসূচী সিলেবাসপ্রতিভা মাল্টি এডুকেশন ফাউন্ডেশন” হেড অফিস কর্তৃক সর্বরাহ করা হবে এবং পরবর্তীতে আঞ্চলিক কার্যালয় হইতে সংগ্রহ করতে হবে। প্রত্যেক বিভাগের আলাদা সিলেবাস দেয়া হবে

 For More Information

Please call us at +8801925509599  +8801711142366