Latest

একটি বিশেষ ঘোষনাঃ আপনি যদি ০১ বছর মেয়াদী এ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস (চারু ও কারুকলা) এবং কম্পিউটার টেকনোলজি কোর্স দুটির জন্য ২০২০-২০২১ সেশনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে। আজই যোগাযোগ করুনঃ প্রতিভা টেকনিক্যাল ইনস্টিটিউট ,৩১৪/২, পশ্চিম ব্রাহ্মন্দী,মালাকারের মোড়, ব্রাহ্মন্দী গার্লসস্কুল সংলগ্ন হাটুভাঙ্গা টাওয়ার, নরসিংদী। ০১৭১১১৪২৩৬৬, ০১৯২৫৫০৯৫৯৯ ১বছর মেয়াদী মেডিকেল ( প্যারামেডিকেল, ডেন্টাল , নার্সিং, লেবমিডিসিন এবং পশুচিকিৎসক /এনিমেল হেলথ এন্ড প্রডাকশন) কোর্সে জুলাই - জুন 2020/2021 সেশনে ভর্তিকৃত এবং পল্লী ডাক্তার (৬মাস মেয়াদী) কোর্স জুলাই - ডিসেম্বর ২০২০ সেশন এর ওরিয়েন্টেশন ক্লাস ৭ আগস্ট ২০২০ শুক্রবার সকাল ১০টায়। Admission going on..... Paramedical,Dental, Patient care (Nursing)& Pathology 1 year Medical Course, Computer Course, Aminship Course, Polli Doctor Course, ICT & Fine Arts 1 Years Courses

ProtivaMEF.com
ProtivaMEF.com

Protiva Multi Education Foundation (PMEF)

Approved by BTEB & Government of the People's Republic of Bangladesh
(Govt. Reg. No-S-12757, BTEB Code: 52067, 52103)

Protiva Technical Institute

Electronic Registration Information Form (e-RIF) - 2021
BTEB Code: 52103
Rules & Regulations

Admissions

Rules & Regulations – Protiva Multi Education Foundation (PMEF)


প্রশিক্ষণ কার্যক্রম

প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার পর প্রশিক্ষণ কার্যক্রমের ক্লাস সময় ও তারিখ অফিস হইতে জানিয়া নিবে। তাৎক্ষনিক ভাবে ক্লাস সময় ও তারিখ জানানো না গেলে প্রার্থীকে এসএমএস/ফোনের মাধ্যমে জানানো হবে। অথবা প্রতিষ্ঠানের  ওয়েবসাইট(www.protivamef.com)থেকে প্রার্থীকে ক্লাসের সময় ও তারিখ জানিয়া নিতে হবে।

ভর্তি হওয়ার পরবর্তী নিয়মবলী

  • ১. প্রশিক্ষণার্থী যে কোর্সে ভর্তি হবে কেবলমাত্র সেই কোর্সের বিষয়ে পড়তে হবে। কোন প্রশিক্ষণার্থী কোর্স /বিষয় পরিবর্তন করতে চাইলে ক্লাস আরম্ভ হওয়ার ৩ দিন পূর্বে অফিসে লিখিতভাবে জানাতে হবে এ ক্ষেত্রে সুযোগ থাকলে ব্যবস্থা নেয়া যেতে পারে।
  • ২. প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নিয়মিত ও যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। যে সকল প্রশিক্ষণার্থীর ক্লাসে উপস্থিতি শতকরা ৬০ ভাগের কম হবে। সেই সকল প্রশিক্ষণার্থীরা চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
  • ৩. কোন প্রশিক্ষণার্থী অনুমতি ছাড়া একটানা ৩টি ক্লাসে অনূপস্থিত থাকলে। প্রশিক্ষণার্থীকে এসএমএস/ফোনের মাধ্যমে জানানো হবে অথবা বর্তমান ঠিকানায় পত্র প্রেরণ করা হবে এবং পরবর্তীতে অনুপস্থিত থাকলে তাহার ভর্তি বাতিল বলিয়া গণ্য হবে এবং পুনরায়-আবেদন সাপেক্ষে ভর্তি ফি প্রদান পূর্বক ভর্তি হতে হবে।
  • ৪. প্রশিক্ষণ সংক্রান্ত কোন সমস্যার উদ্ভব হলে শ্রেণী শিক্ষকের মাধ্যমে সুপারিশসমুহ পরিচালক/উপ-পরিচালক/আঞ্চলিক পরিচালক বরাবরে আবেদন করতে হবে।
  • ৫. কোন প্রশিক্ষণার্থী PMEFএর নিয়ম-কানুন ও শৃঙ্খলা বিরোধী কোন প্রকার কার্য বা অসদাচরন করলে কেন্দ্রীয় বিধি অনুযায়ী তাহার ভর্তি বাতিলসহ তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হবে।

প্রশিক্ষণ পদ্ধতি

  • ১. সিলেবাস অনুসারে ধারাবাহিক ভাবে নিয়ম মোতাবেক কোর্স সমাপ্তি।
  • ২. প্রতিষ্ঠানের নিজস্ব ফটোকপি নোট সিট প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরন।
  • ৩. সহজ সরল ভাষায় বক্তব্য প্রদান।
  • ৪. প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের খোলাখুলি প্রশ্নোত্তর।
  • ৫. দলগত আলোচনা ও সিদ্বান্ত গ্রহণ।
  • ৬. প্রত্যেক প্রশিক্ষণার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান।
  • ৭. প্রশিক্ষণ উপকরণ এর ব্যবহার সম্পর্কে সচেতনতা অবলম্বন করা।

পরিচয় পত্র

  • ১. ভর্তি হওয়ার পর পরই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি পরিচয় পত্রের জন্য প্রশিক্ষণ বিভাগের রেজিষ্ট্রার কার্যলয়ে জমা দিতে হবে।
  • ২. পরিচয় পত্রের ছবি জমা দেওয়ার সময় রেজিষ্ট্রার কার্যালয় হতে ছাপানো “আইডি ফরম” সংগ্রহ করতে হবে। আইডি ফরমটি পূরণ
    করে ছবি ও নির্ধারিত ফি (একশত) টাকা জমা প্রদান করতে হবে এবং পরবতী সপ্তাহে প্রশিক্ষণার্থী তাহার পরিচয় পত্র রেজিষ্ট্রার কার্যালয় হতে সংগ্রহ করতে হবে।
  • ৩. পরিচয় পত্র পাওয়ার পর প্রত্যেক বিভাগের প্রশিক্ষণার্থী তাহার নিজ নিজ পরিচয় পত্র ধারণ পূর্বক প্রতিভার প্রধান/আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর কার্যালয়ে প্রবেশ করতে হবে।
  • ৪. পরিচয় পত্র হারিয়ে গেলে থানায় ডায়েরী করতে হবে এবং পরবতীতে ডায়রী নম্বর দিয়ে পরিচালক/উপ-পরিচালক/আঞ্চলিক পরিচালক বরাবর আবেদনের মাধ্যমে নতুন পরিচয় পত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষাসমূহ

  • ১. প্রশিক্ষণার্থীর নৈব্যক্তিক, রচনামূলক, মৌখিক, ক্লাস ব্যবহারিক, শৃংখলা ও উপস্থিতি ইত্যাদি পরীক্ষায় সন্তোষজনক ভাবে উত্তীর্ণ হতে হবে।
  • ২. সকল টিউটোরিয়াল পরীক্ষার উত্তীর্ণ না হলে চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না।
  • ৩. প্রত্যেক কোর্সের নির্ধারিত সময়ে নৈর্ব্যক্তিক, রচনামূলক, মৌখিক, ক্লাস টেষ্ট, ব্যবহারিক, উপস্থিতি/চুড়ান্ত ও অন্যান্য পরীক্ষা নেওয়া
    হবে এবং উক্ত পরীক্ষা সমুহ পরীক্ষা নিয়ন্ত্রক ও কোর্স সমন্বয়কারী/আঞ্চলিক পরিচালক কর্তৃক নিয়ন্ত্রন করা হবে।
  • ৪. সকল পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর পত্র, ব্যবহারিক যন্ত্রপাতি ও যাবতীয় কাচামাল হেড অফিস কর্তৃক সরবরাহ করা হবে।
  • ৫. আঞ্চলিক কেন্দ্র কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত(পরীক্ষার্থী প্রতি রেজিষ্ট্রেশন ফি প্রদান সাপেক্ষে) পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড ও এ্যডমিট কার্ড প্রতি পরীক্ষার 1সপ্তাহ পূর্বে আঞ্চলিক কেন্দ্রে পাঠানো হবে। পরবর্তীতে আঞ্চলিক কেন্দ্র থেকে প্রত্যেক পরীক্ষার্থীর (ছবি এবং আঞ্চলিক কেন্দ্র পরিচালকের সীলসহ স্বাক্ষর প্রদান র্পূবক) নিকট প্রবেশ পত্র দেওয়া হবে। প্রবেশ পত্র ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • ৬. সিলেবাস অনুযায়ী কোর্স /সেমিষ্টার পদ্বতিতে পরীক্ষা সমুহ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থীদের সকল পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

পরীক্ষা ব্যবস্থাপনা

  • ১. পরীক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সিনেট তৈরী করা হবে। পরীক্ষা সংক্রান্ত নীতি মালা প্রণয়ন, সিদ্বান্ত গ্রহণ ফলাফল ঘোষনা বৃত্তি প্রদান ইত্যাদি যাবতীয় কার্যাদি উক্ত সিনেট সম্পাদন করবে। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়/বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড/PMEFএর অনুমোদন ক্রমে গ্রহণ করবেন।
  • ২. কোন প্রশিক্ষণার্থী যে কোন একটি পরীক্ষায় অংশ গ্রহণে ব্যর্থ হলে ঐ পরীক্ষা নির্ধারিত জরিমানা সহ পরীক্ষা দিতে হবে অন্যথায় সনদপত্র প্রদানে সমস্যা দেখা দিবে।
  • ৩. প্রশিক্ষণার্থী কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত খাতায় নিজ রোল নম্বর,  রেজিষ্ট্রেশন নম্বর, সেশন ব্যাচ নম্বর বিষয় ও নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। অন্যথায় তাহার পরীক্ষার খাতা বাতিল বলিয়া গণ্য হবে।
  • ৪. প্রশিক্ষণার্থী পরীক্ষার হলে কলম, পরিচয় পত্র, প্রবেশ পত্র বা পরীক্ষার বিষয়ের সাথে সংশ্লিষ্ট বস্তু ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেনা।
  • ৫. পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অসদুপায় অবলম্বনকারী প্রশিক্ষণার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফলাফল পদ্ধতি

  • ১. প্রত্যেক ছাত্র/ছাত্রীদের পরীক্ষার ফলাফল নোটিশ বোর্ডে /ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
  • ২. প্রত্যেক ছাত্র/ছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.protivamef.com) প্রকাশ করা হবে।
  • ৩. নৈর্ব্যক্তিক, রচনামুলক, মৌখিক, ক্লাস টেষ্ট, ব্যবহারিক শৃঙ্খলা ও ক্লাস উপস্থিতির উপর মার্ক বন্টন করা হবে। প্রশিক্ষণার্থীকে প্রত্যেক পরীক্ষায় পাশ করতে হবে। এই সকল পরীক্ষা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়/বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড/PMEF কর্তৃক গ্রহন করা হবে।
  • ৪. প্রত্যেক প্রশিক্ষণার্থীর পরীক্ষার চুড়ান্ত ফলাফল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিয়ম নিতীমালা অনুযায়ী প্রকাশ করা হবে।
    প্রশিক্ষণার্থীর অর্জিত ফলাফলের উপর ভিত্তি করে সনদপত্র প্রদান করা হবে।

বেতন পরিশোধ সংক্রান্ত

  • ১. এককালীন কোর্স ফি পরিশোধের ক্ষেত্রে প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কোর্সের বেতন ও অন্যান্য ফি ভর্তির সময় পরিশোধ করতে হবে।
  • ২. কিস্তিতে কোর্স ফি পরিশোধের ক্ষেত্রে প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ভর্তি ফি পরিশোধ করে ভর্তির কাজ সম্পূর্ণ করতে হবে।
  • ৩. কোন ছাত্র/ছাত্রী তার সাময়িক অসুবিধার জন্য ভর্তির নির্ধারিত সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারলে তিনি প্রকল্প পরিচালক/উপ-পরিচালক/আঞ্চলিক পরিচালক বরাবরে আবেদনসহ ভর্তি হতে পারবে।
  • ৪. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে স্ব-স্ব কোর্সের মেয়াদের মধ্যেই সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। উক্ত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে পরবর্তী ৩ দিনের মধ্যে ছাত্র/ছাত্রীকে লিখিত নোটিশের মাধ্যমে বেতন  পরিশোধের সুযোগ দেয়া হবে। পরবর্তী ৩ দিনের মধ্যে নির্ধারিত জরিমানাসহ বকেয়া পরিশোধ করা যাবে। বেতন পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার পর কোন ছাত্র/ছাত্রী বেতন ও অন্যান্য ফি বকেয়া থাকলে তাহার নির্ধারিত পরীক্ষা ও ক্লাসে উপস্থিতি বাতিল করা হবে।
  • ৫. বিভিন্ন প্রাকৃতিক /রাজনৈতিক/অন্যান্য কারণে সেশন জট হলেও ৪নং শর্তাবলী বলবৎ থাকবে।
  • ৬. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কোর্স ফি ও অন্যান্য ফি প্রদানের সময় অফিস হতে অবশ্যই রশিদ বুঝিয়া নিতে হবে এবং তাহা সংরক্ষণ করিতে হইবে।
  • ৭. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কোর্স ফি ও অন্যান্য ফি প্রদানের সময় অফিস হতে অবশ্যই টাকা জমার রশিদ বুঝিয়া নিতে হবে এবং তাহা সংরক্ষণ করিতে হইবে।
  • ৮. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কোর্স ফি ও অন্যান্য ফি প্রদানের পর যদি ভর্তি বাতিল করতে চায় সে ক্ষেত্রে তাহার ভর্তি ও অন্যান্য ফি ফেরত দেওয়া হবে না। সে জন্য ভর্তি হওয়ার পূর্বেই সকল চিন্তা ভাবনা করে তার পর ভর্তি হতে হবে।

  PMEF Grading System

Class Interval

Letter Grade

Grade Point

80-100

A+

5

70-79

A

4

60-69

A-

3.5

50-59

B

3

40-49

C

2

33-39

D

1

0-32

F

0

রেজিষ্ট্রেশন
  • প্রত্যেক প্রশিক্ষণার্থীকে চুড়ান্ত পরীক্ষার পূর্বে সনদপত্রের জন্য নির্ধারিত ফি নগদ/বিকাশের(০১৭১১১৪২৩৬৬) মাধ্যমে জমা দিয়ে প্রশিক্ষণ বিভাগের রেজিষ্ট্রার কার্যলয়ে জমা করে নির্ধারিত ফি এর রশিদ বুঝিয়া নিতে হবে এবং রশিদ সংগ্রহে রাখিতে হইবে।জমা দেওয়ার সময় রেজিষ্ট্রার কার্যালয় হতে ছাপানো “রেজিষ্ট্রেশন ফরম” বিনামল্যে সংগ্রহ করতে হবে। রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রশিক্ষণার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রশিক্ষণ বিভাগের রেজিষ্ট্রার কার্যলয়ে জমা দিতে হবে। ছবি ও ফি এর রশিদ বুঝিয়া নিতে হবে এবং রশিদ সংগ্রহে রাখিতে হইবে।
  • আঞ্চলিক পরিচালক প্রত্যেক প্রশিক্ষণার্থীকে (ভর্তিকৃত ফরমে উল্লেখিত সকল ও সঠিক তথ্যাদি অফিসে এসে অথবা ওয়েবসাইটের (www.protivamef.com) ভর্তি লিংকে ডাউনলোড করে হার্ড কপি অফিসে জমা পূর্বক চুড়ান্ত পরীক্ষার পূর্বে নির্ধারিত ফি এর রশিদ বুঝিয়া নিতে হবে এবং রশিদ সংগ্রহে রাখিতে হইবে। সনদপত্রের জন্য নির্ধারিত ফি অফিসে এসে নগদ/ব্যাং রশিদ/বিকাশের(০১৭১১১৪২৩৬৬) মাধ্যমে জমা দিয়ে রেজিষ্ট্রেশন করে নির্ধারিত ফি এর রশিদ বুঝিয়া নিতে হবে এবং রশিদ সংগ্রহে রাখিতে হইবে।

বৃত্তি ব্যবস্থা

  • প্রত্যেক প্রশিক্ষণার্থীকে চুড়ান্ত পরীক্ষার পূর্বে সনদপত্রের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রশিক্ষণার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রশিক্ষণ বিভাগের রেজিষ্ট্রার কার্যলয়ে জমা দিতে হবে। ছবি ও ফি জমা দেওয়ার সময় রেজিষ্ট্রার কার্যালয় হতে ছাপানো “রেজিষ্ট্রেশন ফরম” বিনামল্যে সংগ্রহ করতে হবে। রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করে প্রশিক্ষণ বিভাগের রেজিষ্ট্রার কার্যলয়ে জমা
    করতে হবে।

গ্রন্থাগারের ব্যবস্থা

  • প্রশিক্ষণার্থীদের মেধা বিকাশের সুবিধার্থে প্রতিভা মাল্টি এডুকেশন ফাউন্ডেশন কার্যালয়ে একটি অস্থায়ী গ্রন্থাগার রয়েছে। এ গ্রন্থাগারে বিষয় ভিত্তিক পুস্তক ছাড়াও ধর্মীয় পুস্তক, সাময়িকী সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা ইত্যাদি রয়েছে যা একজন প্রশিক্ষণার্থী জ্ঞান আহরণের সহায়ক।

ব্যাংক ঋণের ব্যবস্থা

  • প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের আত্নকর্মসংস্থান এবং স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ব্যাংক ঋণ প্রদান করে থাকে। প্রযুক্তিভিত্তিক কল-কারখানা/ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র শিল্পের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত বেকাররা ঋণ গ্রহন করতে পারবে। প্রযুক্তিভিক্তিক কল-কারখানা/ব্যবসা প্রকল্পের মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল, টেকনিক্যাল ও অন্যান্য বিষয় সমুহ প্রভৃতি ক্ষুদ্র শিল্প। এই সব শিল্পের আওতায় নতুন উদ্যোক্তরা যে কোন ক্ষুদ্র আকারের প্রতিষ্ঠানের জন্য দোকান/ওয়ার্কসপ ইত্যাদির জন্য ঋণ সুবিধা পাবে। প্রশিক্ষণপ্রাপ্ত  প্রশিক্ষণার্থীদের ঋণ পাওয়ার ব্যাপারে “প্রতিভা মাল্টি এডুকেশন ফাউন্ডেশন” সর্বাত্ত্বক সহযোগিতা প্রদান করে আসছে।

শিক্ষা সফর

  • প্রশিক্ষণার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ঐতিহাসিক স্থানসমুহ এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থা করা এবং ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের বিভিন্ন যন্ত্র পাতির কার্যকারিতা সম্পর্কে সম্যক ধারণা অর্জন বিশেষ ক্ষেত্রে বিভিন্ন নামী সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান/খামারে শিক্ষা সফরের ব্যবস্থা করা হবে।
  • For More Information
  • Please call us at 01711-142366; 01925-509599 or Email us at ProtivaMEF.com